ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

সলিমুল্লাহ হলে পুনরায় আবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
সলিমুল্লাহ হলে পুনরায় আবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত সলিমুল্লাহ মুসলিম হল। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে পুনরায় ছাত্রদের আবাসন বরাদ্দ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থীদের হলে সংযুক্তি দেওয়া হবে।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলে প্রয়োজনীয় সংস্কারসাপেক্ষে নতুন শিক্ষার্থীদের সংযুক্তি প্রদানের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেরামতকাজের নকশা প্রণয়ন ও পরামর্শ প্রদানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি)-কে ইতোমধ্যেই নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি সলিমুল্লাহ মুসলিম হলে নতুন একটি ভবন নির্মাণেরও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে প্রকৌশল দপ্তর ইতোমধ্যেই জরিপের কাজ সম্পন্ন করেছে।

২০২১ সালে ঝুঁকিপূর্ণ বিবেচনায় সলিমুল্লাহ মুসলিম হলে আবাসন বরাদ্দ দেওয়া বন্ধ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১, ২১-২২, ২২-২৩ ও ২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা এই হলে বরাদ্দ পাননি।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৫
এফএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।