ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রথমবারের মতো ডিন'স অ্যাওয়ার্ড পাচ্ছেন শাবিপ্রবির ২৭ শিক্ষার্থী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
প্রথমবারের মতো ডিন'স অ্যাওয়ার্ড পাচ্ছেন শাবিপ্রবির ২৭ শিক্ষার্থী

শাবিপ্রবি (সিলেট): কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের ২৭ জন শিক্ষার্থী। এতে ছয়টি অনুষদের ২৬টি বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।


বুধবার (১১ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন ডিন'স অ্যাওয়ার্ড পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

তিনি বলেন, আগামী ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগের ২৭ শিক্ষার্থীকে ডিন'স অ্যাওয়ার্ড দেওয়া হবে। মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখতে ২০২০ সাল থেকে স্নাতক পর্যায়ে এ অ্যাওয়ার্ড চালু করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ২২২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।