ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে রক্তদান ও শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
শাবিপ্রবিতে রক্তদান ও শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে দিনব্যাপী রক্তদান কর্মসূচী, পরিষ্কার অভিযান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

এদিন ক্যাম্পাসের রিকশাচালক ও কিন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অন্যদিকে ১৮জন কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন।

এসময় শাবি ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক মো. খলিলুর রহমান, উপ-দফতর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারহান রুবেল, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।