ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড স্বাভাবিক গতিতে চলছে।
শিক্ষক সমাজের উপাচার্যের অফিস ঘেরাও এবং সমাবেশ কর্মসূচিতে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়েনি।
বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার অপচেষ্টার বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান ও কাজল কেয়া, নিউজরুম এডিটর