ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসিতেও সাফল্য ধরে রেখেছে যমজ জেরিন-জেরিফা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
এইচএসসিতেও সাফল্য ধরে রেখেছে যমজ জেরিন-জেরিফা যমজ বোন জেরিন ও জেরিফ

সিরাজগঞ্জ: এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার যমজ বোন আয়শা আক্তার জেরিন ও কানিজ ফাতেমা জেরিফা। এবারের এইচএসসি পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে তারা দুজনেই জিপিএ ৫ পেয়েছে।

এর আগে জেএসসি ও এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল তারা।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। জেরিন ও জেরিফা উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কাইয়ুম হোসেন জুয়েল ও রুমা পারভীন দম্পতির মেয়ে।  

বাবা কাইয়ুম হোসেন জুয়েল বলেন, মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে তারা উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লায় বাসা ভাড়া নিয়ে থাকেন। মেয়ে দুটি তার জন্মের পর থেকে পরিবার ও লেখাপাড়ার সব কর্মকাণ্ড একই সঙ্গে করে থাকে। তাদের চিন্তা চেতনা, প্রত্যাশা ও জীবনের উদ্দেশ্যও এক। তিনি ব্যবসার কাজে বেশি সময় ব্যস্ত থাকেন। মেয়েদের দিকে খুব বেশি নজর দিতে পারেন না। মেয়েদের লেখাপড়ার পেছনে সব কৃতিত্বের দাবিদার তাদের মা।  

তিনি বলেন, যমজ দু'জনে একসঙ্গেই একই দিনে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। এরপর থেকেই তাদের পড়ালেখার যাত্রা শুরু। এবারের এইচএসসি পরীক্ষার এ সুন্দর ফলাফলে  এলাকাবাসী যেমন খুশি হয়েছেন পাশাপাশি আনন্দ প্রকাশ করেছেন বিজ্ঞান কলেজের শিক্ষকরাও। জেরিন ও জেরিফা বর্তমানে রাজশাহীতে মেডিকেল কোচিং করছে। তারা দুজনেই চিকিৎসক হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চায়।

উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান, দুই বোনের অদ্ভুত মিল। কথা বার্তা, চাল চলন, ক্লাসে বসা, প্রশ্নের উত্তর প্রদান সবই একই রকম। তারা আমাদের কলেজের গর্ব। আমরা সবাই ওদের সুন্দর ফলাফলের জন্য খুশি। দুই বোনের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষকদের অনেক দোয়া রয়েছে।

জেরিন ও জেরিফার প্রতিবেশী চিকিৎসক সুকুমার সুর রায় জানান, চোখের সামনে ওরা বড় হয়েছে। ওদের স্বভাব চরিত্র, আচার আচারণ, সৌজন্য বোধ অনুকরণীয়। ওদের ভালো ফলাফলে এলাকাবাসী আনন্দিত। আমরা ওদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।