ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) অনার্স পাস ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের হাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ. কে. এম. আক্তারুজ্জামান ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা-২০২২ এর ফলাফল হস্তান্তর করেন।

 

পরীক্ষায় পাসের হার যথাক্রমে  ১ম বর্ষ-৮৮.৩৯ শতাংশ, ২য় বর্ষ-৯২.৩৪ শতাংশ, ৩য় বর্ষ-৯১.৮৪ শতাংশ ও ৪থ বর্ষ-৯৭.৮৭ শতাংশ।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে। যেসব পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে তাদের সংশোধিত ফলাফল ৪৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা ফলাফল প্রকাশ উপলক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়ন ও দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে। তিনি পরীক্ষা দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্রæত সময়ের মধ্যে ফলাফল প্রস্তুত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

গত ১ জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে ১ অক্টোবর শেষ হয়েছে এবং মৌখিক পরীক্ষা গত ২ থেকে ২৪ অক্টোবর শেষ হয়েছে। দেশব্যাপী ৮১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

পরীক্ষার ফলাফল হস্তান্তর সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম আক্তারুজ্জামান, পরিচালক অর্থ ও হিসাব মোছাব্বির মোহাম্মদ মুছা, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমআইএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ