ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গ্রীণ ইউনিভার্সিটির একক ভর্তি মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
গ্রীণ ইউনিভার্সিটির একক ভর্তি মেলা শুরু

ঢাকা : গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উদ্যোগে তিন দিনব্যাপী একক ভর্তি মেলা রাজধানীর উত্তরার হোটেল সি-শেলে (বাড়ী নং-১১৩/বি, সড়ক নং-৭, সেকটর নং-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা) শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের উপদেষ্টা প্রফেসর ড.  সৈয়দ রাশিদুল হাসান বৃহস্পতিবার সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন।

আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলা চলবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেলা চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের জন্য ৫০ শতাংশ ভর্তি ফি মওকুফ সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর রয়েছে ১০০ শতাংশ পর্যন্ত ওয়েভার।

উপজাতীয় ছাত্র-ছাত্রী, একই পরিবারভুক্ত ছাত্র-ছাত্রী, সকল ছাত্রী, আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রী এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য রয়েছে আকর্ষণীয় ওয়েভার।

এছাড়া ভর্তি হলেই শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।

বাংলাদেশ সময় : ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।