ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে বিভাগ ভিত্তিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
প্রাথমিকে বিভাগ ভিত্তিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত 

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদ পূরণে বিভাগ ভিত্তিক সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

প্রাথমিক শিক্ষার উদ্যোগ ও অর্জন নিয়ে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সচিব বলেন, সারা দেশে শিক্ষক নিয়োগে প্রায় দুই বছর চলে। কিন্তু প্রতি বছর অনেক শিক্ষক অবসরে চলে যান। ফলে কিছু জায়গায় শূন্যতা থাকে দীর্ঘ সময়। এজন্য আমরা বিভাগ ভিত্তিক, ক্লাস্টার ভিত্তিক নিয়োগ দেব, এ সিদ্ধান্ত হয়েছে। দেখা গেল কিছু দিন পর পর হয়তো ঢাকা বিভাগ বা বরিশাল বিভাগে নিয়োগ দিতে পারবো।

সব শেষ নিয়োগে প্রায় আাড়াই হাজার শিক্ষক যোগদান করেননি বলেও জানান সচিব।  

প্রাথমিকে জেলা-বিভাগে বদলির কাজ শুরু চলতি মাসে
 

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ