ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে চাকরি মেলার আয়োজন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
শাবিপ্রবিতে চাকরি মেলার আয়োজন

শাবিপ্রবি (সিলেট): ৩’শ চাকরির ‘ভ্যাকেন্সি’ নিয়ে দুই দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’।

রোববার (২৬ ফেব্রুয়ারি) শাবি প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি মো. ওয়ালিউল ইসলাম সায়র।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাস্ট ক্যারিয়ার ক্লাব চতুর্থ বারের মতো সাস্টসিসি জব ফেস্ট-২৩ এর আয়োজন করতে যাচ্ছে। এ চাকরি মেলায় দেশের স্বনামধন্য ২৮টি প্রতিষ্ঠান বিভিন্ন সেক্টরে প্রায় ৩’শ পদে জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা অনুযায়ী চাকরি প্রত্যাশীদের বায়োডাটা সংগ্রহ করবে। আগামী ১ ও ২ মার্চ দুই দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ চাকরি মেলা উদ্বোধন করা হবে। মেলার প্রথম দিন চাকরি প্রত্যাশীদের বায়োডাটা সংগ্রহ এবং দ্বিতীয় দিন বাছাইকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এতে শাবিপ্রবির গ্রাজুয়েটদের পাশাপাশি সিলেটের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  স্নাতক ও  স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এবাবের চাকরি মেলায় বেশ কয়েকটি কনসাল্টেন্সি ফার্মও  অংশ নিচ্ছে। যেখানে  স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা ঘরে বসে চাকরির সুযোগ পাচ্ছেন।

সংবাদ সম্মেলনে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় ক্যারিয়ার ক্লাবের সহ-সভাপতি নাদিয়া আফরীন তন্দ্রা, মাহাদী মোস্তফা ভূইয়া, সাধারণ সম্পাদক তাহমিদ ইসরাক অপূর্ব, সহ-সাধারণ সম্পাদক রোবায়েত আহমেদ চৌধুরী, শাবরিনা আফরোজ মিতু, ডেপুটি সাধারণ সম্পাদক তাহজীব ই নিলয়, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নিপু, পাবলিক রিলেশন সম্পাদক মো. আমিনুল হক লস্কর, প্রচার সম্পাদক সৈয়দা নওশীন আহমেদ, সহ অর্থ সম্পাদক নূর মোহাম্মদ রবিন, ডেপুটি অর্থ সম্পাদক মো. সাকিব হাসান রাসেল, ডিপার্টমেন্টাল এক্সিকিউটিভ তনুশ্রী চৌধুরী, আরাত্রিকা বড়ুয়া সৃজা, জান্নাতুল মহুয়া শিমুল উপস্থিত ছিলেন। এছাড়াও শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দফতর সম্পাদক জুবায়েদুল হক রবিনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চাকরি মেলায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইয়ো-টেক, ফুড পার্টনার হিসেবে প্রাণ, বেভারেজ পার্টনার হিসেবে মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, স্ট্রাটেজিক পার্টনার হিসেবে ওয়াদানি ফাউন্ডেশন, প্রিন্টিং পার্টনার হিসেবে রয়েল অ্যাড, রিক্রুটমেন্ট পার্টনার হিসেবে জার্নিমেকার রয়েছে। পাশাপাশি সাস্ট সিএসসি সোসাইটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালইয়ের এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাব ও ক্যারিয়ার ক্লাব, সিলেট ইন্টারনেশনাল ইউনিভার্সিটির সিএসসি সোসাইটি, লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সোসাইটি, সিলেট আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর বিজনেস ক্লাব এবং নর্থইস্ট ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব স্পন্সর হিসেবে থাকবে।

প্রসঙ্গত, এবারের চাকরি মেলায় পাঠাও, আইপিডিসি ফাইন্যান্স, অর্থল্যাব, প্রাণ, আরএফএল গ্রম্নপ, ডরিক, লিঙ্ক-৩, আরলা ফুড, এপেক্স, এডিসন রিয়েল এস্টেট, ক্রাউন সিমেন্ট, ইয়ো টেক, নাভানা গ্রম্নপ, মেঘনা গ্রম্নপ অব ইন্ড্রাস্টিজ, সিলেট ইম্পিরাল হাসপাতালসহ বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ