ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ইস্ট এশিয়ান ইউনিভার্সিটির অস্তিত্ব নেই: এপিইউবি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
ইস্ট এশিয়ান ইউনিভার্সিটির অস্তিত্ব নেই: এপিইউবি এপিইউবি

ঢাকা: ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি নামে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব পায়নি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) এপিইউবি কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ে ইউজিসির তথ্যসূত্র অনুযায়ী এপিইউবি অনুসন্ধান করে এ জাতীয় কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব পায়নি। এ নামের কোন প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সদস্যও নয়।  

শিক্ষার্থী, অভিভাবকদের এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।