ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

হুমকি দিয়ে হলের শিক্ষার্থীকে বের করল ছাত্রলীগ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
হুমকি দিয়ে হলের শিক্ষার্থীকে বের করল ছাত্রলীগ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের এক আবাসিক (বৈধ) শিক্ষার্থীকে হুমকি দিয়ে হল বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের একাধিক কর্মীর বিরুদ্ধে।  

অভিযুক্তরা হলেন - শাবিপ্রবির ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেন, ইফতেকার আহাম্মেদ, আশিকুর রহমান।

তারা সবাই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়ার অনুসারী।

ভুক্তভোগী শিক্ষার্থীও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন বলে জানা যায়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ভুক্তভোগী শিক্ষার্থী দেলোয়ার হোসেন প্রভোস্টের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, শাহপরান হলের ২৩৯ নম্বর কক্ষের বৈধ শিক্ষার্থী দেলোয়ার। ১৪ ফেব্রুয়ারি রাতে হলের ওই কক্ষে সাদ্দাম অতিরিক্ত শিক্ষার্থী থাকার জায়গা করেন। এতে পড়ালেখায় সমস্যা হলে দেলোয়ার প্রতিবাদ জানান। এজন্য ২৪ ফেব্রুয়ারি রাতে বিছনাপত্রসহ দেলোয়ারকে হল থেকে বের করে দেওয়া হয়। এ সময় সাদ্দামের নেতৃত্বে ইফতেকার, আশিকুরসহ প্রায় ১৫ জন মিলে বিভিন্ন হুমকি দেয়। এমন পরিস্থিতিতে দেলোয়ার নিরাপত্তাহীনতায় ভুগছেন।  

লিখিত অভিযোগে নিরাপত্তা ও হলের আসন নিশ্চিতে সহায়তা কামনা করেন তিনি।

অভিযোগপত্রে ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেন, ইফতেকার আহাম্মেদ, আশিকুর রহমানকে অভিযুক্ত করেন দেলোয়ার।  

এ বিষয়ে অভিযুক্তদের নেতা সুমন মিয়া বাংলানিউজকে বলেন, আমার গ্রুপের ইন্টারনাল বিষয়ে একটু ঝামেলা হয়েছে। বিষয়টি হল প্রভোস্টের সঙ্গে বসে সমাধান করে দেওয়া হবে।

প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, আমরা বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত নই। হল প্রভোস্ট বলতে পারবেন।

ঘটনার বিষয়ে শাহপরাণ হলের প্রভোস্ট মো. মিজানুর রহমান খান বাংলানিউজকে বলেন, হলের ঘটনাটি সম্পর্কে আমরা জেনেছি। শুনেছি সে হলের বৈধ শিক্ষার্থী, সে বৈধ হয়ে থাকলে তাকে তার সিটে তুলে দেওয়া হবে। পাশাপাশি আগামীকাল (সোমবার) তাকে ডাকা হয়েছে, ঘটনাটি সম্পর্কে জেনে সমাধান করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৮, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।