ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবিতে এন্টি র‍্যাগিং ভিজিলেন্স কমিটি গঠিত

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
ইবিতে এন্টি র‍্যাগিং ভিজিলেন্স কমিটি গঠিত ফাইল ছবি

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার পরিবেশ অধিকতর সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এন্টি র‍্যাগিং ভিজিলেন্স কমিটি গঠন করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ কমিটি গঠন করেছে।

রোববার (১২ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদকে আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার আব্দুল হান্নানকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।  

কমিটির অন্যরা হলেন- ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মণ্ডল।  

কমিটির সদস্যের মেয়াদ আগামী দুই বছর বলবৎ থাকবে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।