ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষাকে ঘিরে আরএমপির বিধিনিষেধ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসএসসি পরীক্ষাকে ঘিরে আরএমপির বিধিনিষেধ 

রাজশাহী: আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশের মতো রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

এই পরীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোর চারপাশে বিধিনিষেধ জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৩১টি পরীক্ষা কেন্দ্রে আগামী ৩০ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত ২০২৩ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে- আগামী ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা চলাকালীন (সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের (১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার) অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চারপাশে ২০০ গজের মধ্যে মিছিল-মিটিং, সভা-সমাবেশ, যে কোনো ধরনের বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চার জনের বেশি এক সঙ্গে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো- রাজশাহী কলেজিয়েট স্কুল (এসএসসি), সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী (এসএসসি), রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ (এসএসসি), রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ (এসএসসি), গভ: ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী (এসএসসি), রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, (এসএসসি), সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী (এসএসসি), হামিদপুর নওদাপাড়া উচ্চ বিদ্যালয় (এসএসসি), নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় (এসএসসি), নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), মাসকাটাদিঘী বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়, কাটাখালী (এসএসসি), কাটাখালী বালিকা উচ্চ বিদ্যালয় (এসএসসি), বায়া স্কুল অ্যান্ড কলেজ (এসএসসি), সালেহা শাহ মোহাম্মদ বালক উচ্চ বিদ্যালয়, চৌমুহনী বাজারের পার্শ্বে(এসএসসি), রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল), মেট্রোপলিটন টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট, শ্যামপুর, মতিহার (ভোকেশনাল), টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বহরমপুর মোড় এমএস বিল্ডিং, রাজপাড়া (ভোকেশনাল), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সপুরা (ভোকেশনাল), রাজশাহী কোর্ট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মহিষবাথান, রাজপাড়া (ভোকেশনাল), সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, নিউমার্কেট (ভোকেশনাল), নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভোক) বিদ্যালয় (ভোকেশনাল), হড়গ্রাম মডেল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউট, রাজপাড়া (ভোকেশনাল), মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, কাপাসিয়া (ভোকেশনাল), দারুস সালাম কামিল মাদ্রাসা, রাজশাহী (দাখিল), মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী (দাখিল) ও পবা থানার নওহাটা এলাকায় থাকা ছালেহিয়া দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা (দাখিল)। #

বাংলাদেশ সময় : ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।