ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ফরিদপুর জিলা স্কুলের ৫০১ শিক্ষার্থীকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ফরিদপুর জিলা স্কুলের ৫০১ শিক্ষার্থীকে সংবর্ধনা

ফরিদপুর: ফরিদপুর জিলা স্কুলের জিপিএ-৫ পাওয়া ৫০১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুর শহরে অবস্থিত জিলা স্কুলের ক্যাম্পাসে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

 

স্কুলটির প্রধান শিক্ষক আফরুজা বানুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক।  

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিলা স্কুলের সাবেক শিক্ষক হাফিজুর রহমান, স্কুলটির দিবা শাখার শিফট ইনচার্জ প্রীতি লতা সরকার, প্রভাতী শাখার শিফট ইনচার্জ শচীন্দ্র নাথ ভৌমিক, দিবা শাখার সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ফরিদপুর জিলা স্কুলের প্রভাতী শাখার সিনিয়র শিক্ষক আলী আতিকুর রহমান।  

জিলা স্কুল সূত্র জানায়, স্কুলটি ২০২০ সালের ১৩৭ জন, ২০২১ সালের ১৬৫ জন ও ২০২২ সালের ১৯৯ জনসহ গত তিন বছরের সর্বমোট ৫০১ জন জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে স্কুলটি প্রাথমিক শাখার ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে প্রাথমিক বৃত্তির সংবর্ধনা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।