ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নকল সরবরাহের দায়ে মাদরাসা শিক্ষকসহ আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ৭, ২০২৩
নকল সরবরাহের দায়ে মাদরাসা শিক্ষকসহ আটক ১০

বরগুনা: বরগুনার তালতলী ছালেহিয়া আলীম মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে শিক্ষকসহ ১০ জন আটক হয়েছেন।

রোববার (৭ মে ) ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আটক করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।

আটকরা হলেন- উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল ইবতেদায়ী মাদরাসার শিক্ষক মো.নাজমুল ও শিক্ষিকা মোসা. ফাহিমা, বালিয়াতলী দাখিল মাদরাসার শিক্ষক জামাল উদ্দিন ও মো .মনোয়ার হোসেন, ইয়ামিন, মো.ওবায়দুল, সাফা মনি, মো.ওবায়দুল, মো.কামাল, শাহ নওয়াজ।

জানা যায়, উপজেলার তালতলী ছালেহিয়া আলীম মাদরাসায় দাখিল পরীক্ষাকেন্দ্রে শিক্ষকরা নকল সরবরাহে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা মাদরাসার (কেন্দ্রের) পাশে একটি বাসা থেকে নকল সরবরাহের সময় তাদের হাতেনাতে নকলসহ আটক করেন। পরে তাদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে তালতলী থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।