ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি, বিভক্ত জাবির একাডেমিক কাউন্সিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ১৮, ২০২৩
ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি, বিভক্ত জাবির একাডেমিক কাউন্সিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, (জাবি): ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের বাইরে নিয়ে দুই শিফটে করার ব্যাপারে বিভক্ত মত প্রকাশ করেছেন একাডেমিক কাউন্সিল সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় শুরু হওয়া একাডেমিক কাউন্সিল মিটিংয়ে কাউন্সিল সদস্যদের মধ্যে বিভক্ত মত প্রকাশ পায়।

পরে দুপুরে বিষয়টি সম্পর্কে বাংলানিউজকে নিশ্চিত করেন একাধিক কাউন্সিল সদস্য।

নাম না প্রকাশ করার শর্তে জাবির এক ডিন বাংলানিউজকে বলেন, বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বাইরেও কেন্দ্র স্থাপন করে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য দুই শিফটে পরীক্ষা শেষ করার পরামর্শ দেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম। কিন্তু অধিকাংশ সদস্য বিশ্ববিদ্যালয়ের বাইরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে বিরোধিতা করেন। পরে বিষয়টি পুনরায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির কাছে পাঠাতে সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।

দর্শন বিভাগের এক অধ্যাপক বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পরীক্ষা নেওয়া হলে দুই ধরণের জটিলতা সৃষ্টি হতে পারে। একটি, যাতায়াতের ভোগান্তি; অপরটি কেন্দ্র ব্যবস্থাপনা। একাডেমিক কাউন্সিলের বেশিরভাগ সদস্য এ বিষয়টি তুলে ধরেছেন। এজন্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

বিস্তারিত সময়সূচি ঠিক না হলেও আগামী ১৬ থেকে ২৪ জুন পর্যন্ত জাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।