ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

১৬৮ কোটি টাকা বরাদ্দ পেল শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মে ২৪, ২০২৩
১৬৮ কোটি টাকা বরাদ্দ পেল শাবিপ্রবি ফাইল ফটো

শাবিপ্রবি (সিলেট): ২০২৩-২৪ অর্থবছরে ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গত অর্থবছরে (২০২২-২৩) শাবিপ্রবির বাজেট ছিল ১৬২ কোটি ২৭ লাখ টাকা।

সে তুলনায় এবার বাজেট বেড়েছে ৬ কোটি ৯ লাখ টাকা।

বুধবার (২৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ বাজেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতকে সুন্দরভাবে পরিচালনা করে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১৬৫তম পূর্ণ কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। এছাড়া চলতি অর্থবছরে (২০২২-২৩) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনুকূলে সংশোধিত বাজেটে ৯ হাজার ২৬৫ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ফলে ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয়গুলো ২ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দ বেশি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ২৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।