ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘সি’ ইউনিটে প্রতি সিটে লড়বেন ১১ ভর্তিচ্ছু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ২৬, ২০২৩
গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘সি’ ইউনিটে প্রতি সিটে লড়বেন ১১ ভর্তিচ্ছু সংগৃহীত ছবি

শাবিপ্রবি (সিলেট): আগামীকাল শনিবার (২৭ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছের ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা। এতে ৩ হাজার ৪৮৩ আসনের বিপরীতে লড়বেন ৩৯ হাজার ৮৬৪ জন।

ফলে সিট প্রতি লড়ছেন ১১ ভর্তিচ্ছু।

শুক্রবার (২৬ মে) সন্ধ্যার দিকে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামীকাল শনিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩৯ হাজার ৮৬৪ শিক্ষার্থী।  

ভর্তি কমিটির তথ্যমতে, দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে আসন রয়েছে ৩ হাজার ৪৮৩টি। এতে আবেদন করেছেন ৩৯ হাজার ৮৬৪ জন। পরীক্ষাটি এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পরীক্ষায় পাস নম্বর হচ্ছে ৩০।  

আগামীকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।