ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচইর সভাপতি সাজিদ, সম্পাদক সাকিব

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ৩০, ২০২৩
সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচইর সভাপতি সাজিদ, সম্পাদক সাকিব

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের (এআইসিএইচই) ‘সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার’ নতুন কমিটি গঠন করা হয়েছে।  

কমিটিতে সভাপতি হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. সাজিদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আহমেদ সাকিবুল ইসলাম মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কমিটির নতুন সভাপতি মো. সাজিদুল হক।

কমিটিতে স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দীপান্বিতা পাল দিপা, স্টুডেন্ট ট্রেজারার হিসেবে কুন্তল শর্মা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডাইরেক্টর হিসেবে জয়ী সাহা, সহকারী ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে আজহার উদ্দিন শিহাব, মো. শাহাদাত হোসেন, ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এস. এম. শাফকাতুল ইসলাম, সহকারী ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর সাবরিনা সুলতানা, নুশরাত জাহান উর্মি, কম্পিটিশন ডিরেক্টর ফারিহা হোসাইন, সহকারী কম্পিটিশন ডিরেক্টর হিসেবে কিরণ হাওলাদার, রাফিদ উল ইসলাম, আউটরিচ ডিরেক্টর আব্দুল্লাহ আল নোমান, অ্যাসিস্টেন্ট আউটরিচ ডিরেক্টর স্বপ্নীল বড়ুয়া, রাশিদ আবরার, ফান্ড রেইজিং ডিরেক্টর সাদমান সাকিব রিমেল,সহকারী ফান্ড রেইজিং ডিরেক্টর  সাদমান সাকিব আসিফ এবং  মো. মাঈনুল হোসেন মনোনীত হয়েছেন।

এছাড়া পদাধিকার বলে সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. তামেজ উদ্দীন স্টুডেন্ট চ্যাপ্টারের চেয়ার এবং বিভাগের অধ্যাপক ড. সাইফুল আলম আমিন এডভাইসর হিসেবে মনোনীত হয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের (এআইসিএইচই) সদস্য পদ অর্জন করে শাবিপ্রবির সিইপি বিভাগ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।