ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কক্ষ দখল নিয়ে সূর্য সেন হল ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
কক্ষ দখল নিয়ে সূর্য সেন হল ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): কক্ষ দখলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এর রেশ ধরে অন্য আবাসিক হলগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। হল শাখা ছাত্রলীগ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০৪ নম্বর রুমে থাকতেন মোস্তফা ইকবাল হৃদয় ও জাহিদ হাসান। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের রাজনীতি করেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারীরা এসে তাদের কক্ষটি দখলে নিতে চাইলে মারামারি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার জের ধরে মুহাম্মদ শহীদুল্লাহ্ হলে সৈকতের অনুসারীরা শয়নের অনুসারীদের উপর চড়াও হয়। এ সময় শয়নের অনুসারী বেশ কয়েকজন আহত হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যান্য হলগুলোতেও।

পরে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা সূর্য সেন হলে এসে উপস্থিত হন। দুই নেতার উপস্থিতিতে বিষয়টি সমঝোতার মাধ্যমে সবাইকে রুমে ফিরে যেতে বলা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর বলেন, যারাই এ ঘটনার সাথে জড়িত থাকুক না কেন বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসকেবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।