ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

মাগুরায় ৩৬০ শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
মাগুরায় ৩৬০ শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ

মাগুরা: জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওয়াতায় মেধাবী স্মার্ট নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মাগুরা সদর উপজেলার ৩৬০ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাব (ট্যাবলেট কম্পিউটার) বিতরণ করা হয়েছে।  

সদর উপজেলার ৬০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি বিদ্যালয়ের ছয়জন করে মেধাবী শিক্ষার্থী এ উপহার পেয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে মাগুরা শহরের আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার পর শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসেবে ট্যাবগুলো তুলে দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিফ উল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাগুরা জেলার উপ-পরিচালক আয়েশা আক্তার মিলি।

আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে। আশা করছি, ট্যাবের মাধ্যমে দেশে প্রযুক্তি নির্ভর দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।