ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রেসক্লাবের রাস্তা বন্ধ করে মাধ্যমিকের শিক্ষকদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
প্রেসক্লাবের রাস্তা বন্ধ করে মাধ্যমিকের শিক্ষকদের অবস্থান

ঢাকা: জাতীয়করণের দাবিতে আন্দোলনরত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকাল দশটার দিকে চলমান অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

 

এ সময় তারা দাবির স্বপক্ষে গান কবিতা পরিবেশন করেন। দীর্ঘক্ষণ রাস্তার দুই অংশে শিক্ষকরা অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।  

দুপুর ১ টার দিকে পুলিশ তাদের সরিয়ে যান চলাচল শুরু করলেও পরক্ষণেই শিক্ষকরা ব্যারিকেড দেন। জাতীয়করণের দাবিতে ১১ জুলাই থেকে তারা বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)এর ব্যানারে এ কর্মসূচি শুরু করেন।  

 তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতেই হবে। শিক্ষাব্যবস্থা স্মার্ট করতে হলে দরকার স্মার্ট শিক্ষক। তাই স্মার্ট শিক্ষক পেতে শিক্ষার বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসকেবি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।