ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫০ কোটি ৫৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়।

বাজেট উত্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বাজেট পরিচালন ও আর্থিক নিয়ম-আচার পরিপালন ২০২৩-২৪ বিষয়ের ওপর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। তিনি বাজেট বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়া ও বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে কৃচ্ছ্রসাধনসহ অপ্রয়োজনীয় ব্যয় রোধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশাবলী মেনে চলতে বিশ্ববিদ্যালয়ের সকলের আহ্বান জানান।

আলোচনায় ববি ট্রেজারার বাজেটের নানা দিক তুলে ধরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট উপস্থাপন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরাসহ অর্থ ও হিসাব শাখার অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।