ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ছাত্রলীগের ধর্মঘট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ৩১, ২০১২

ময়মনসিংহ: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে (মমেক) ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট ২য় দিনের মতো অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীরা।



এদিকে, কলেজ সূত্রে জানা গেছে, ধর্মঘটের কারণে বুধবার কলেজের ১১টি বিভাগে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।
বৃহস্পতিবারও ক্লাস ও পরীক্ষা হবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

তবে পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে কলেজ কর্তৃপক্ষ।

মমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. রাইসুল আলম শুভ বাংলানিউজকে জানান, দীর্ঘ ৮ বছর ধরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ২৯ মে নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা থাকলেও বর্তমানে এ নিয়ে কলেজ প্রশাসন টালবাহানা শুরু করেছে।

মমেক ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিন তুহিন জানান, যতদিন ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা না হবে, ততদিন কলেজে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া হবেনা।

তিনি আরও জানান, ২০০৩ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্র সংসদ (মমেকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ছাত্রদলের লোটাস সহসভাপতি (ভিপি) ও নজরুল সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন। এক বছর মেয়াদী ওই সংসদ এখন অকার্যকর। কিন্তু এরপরেও কলেজ প্রশাসন নির্বাচন দিতে গড়িমসি করছে।  

ছাত্রলীগ নেতারা আরও অভিযোগ করেন, কলেজ প্রশাসনে বিএনপিপন্থি শিক্ষকদের প্রাধান্য বেশি। একই সঙ্গে বিএনপি সমর্থিত সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতাদের সঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতাদের গোপন সমঝোতা এখন ওপেন সিক্রেট। মূলত এসব কারণেই কলেজ প্রশাসন এখন ছাত্র সংসদ নির্বাচন দিতে অনীহা প্রকাশ করছে।

উল্লেখ্য, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে মমেক ছাত্রলীগ। ওইদিন দুপুরে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজের পরিত্যক্ত আসবাবপত্র প্রশাসনিক ভবনের সামনে এনে আগুনে পুড়িয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।