ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনীতে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
ফেনীতে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন 

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যানিকেতনের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) ফিতা কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রমজান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার প্রবাসী আবুল কাসেম আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য খোরশেদ আলম ও সাবেক ইউপি সদস্য ফোরকান উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষির্থীরা।

প্রসঙ্গত, সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যানিকেতনের নতুন ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দুই কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এবং আসবাবপত্রের জন্য আরও ৩৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।