ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

শিক্ষা

উপাচার্যের আশ্বাসে হলে ফিরলেন ঢাবি ছাত্রীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
উপাচার্যের আশ্বাসে হলে ফিরলেন ঢাবি ছাত্রীরা

ঢাকা: আবাসন সংকট নিরসনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের একদল ছাত্রী।  

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ছাত্রীরা হলে ফিরেছেন।

সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে বাসভবনের সামনে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এ আশ্বাস দেন।  

সরেজমিনে দেখা যায়, রাত দশটার দিকে উপাচার্য বাসভবনে প্রবেশ করতে চাইলে ছাত্রীরা ফটকে অবস্থান নেন। এ সময় প্রক্টর ও আবাসিক শিক্ষকরা তাদের বোঝাতে চেষ্টা করেন।

উপাচার্য বলেন, আগামী একমাসের মধ্যে ছাত্রীদের অন্যান্য হলে স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। এটি আমরা করব, অবশ্যই করব। তোমাদের সবার কষ্ট হয়েছে, এখন হলে চলে যাও।

আন্দোলনের সমন্বয়ক নুসরাত জাহান বলেন, উপাচার্য এসে আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এক মাস বা তার কম সময়ের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আশা করি স্যারের আশ্বাস বাস্তবায়নের মুখ দেখবে।

রোববার সংবাদ সম্মেলন করে তিন দফা দাবি জানিয়ে সোমবার দুপুর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসকেবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।