ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ভুল কেন্দ্রে আসা এইচএসসি পরীক্ষার্থীকে মূল কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
ভুল কেন্দ্রে আসা এইচএসসি পরীক্ষার্থীকে মূল কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ  

ঢাকা: রাজধানীর মিরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ চালু করা হয়েছে। মিরপুর থানার আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) পরীক্ষার প্রথম দিনেই দৃষ্টান্ত স্থাপন করেছে মিরপুর থানা পুলিশ। ভুল কেন্দ্রে চলে আসা এক পরীক্ষার্থীকে তার মূল কেন্দ্রে পৌঁছে দিয়েছে। ওই পরীক্ষার্থীর কেন্দ্র ছিল ঢাকা মডেল কলেজ। কিন্তু সে ভুলে চলে আসে মিরপুর গার্লস আইডিয়েল কলেজে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জানান, এ উদ্যোগের আওতায় ভুল কেন্দ্রে আসা শিক্ষার্থীদের পুলিশের গাড়িতে করে মূল কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এছাড়া যানজটে আটকে থাকা পরীক্ষার্থীদের পুলিশের মোটরসাইকেল যোগে কেন্দ্রে পৌঁছে দেওয়াসহ ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসলে তা আনতে সহযোগিতা করা ইত্যাদি সহযোগিতা প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রের সামনে ফুল, কলম ও চকলেট দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।