ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

৩১ জনকে পিএইচডি-এমফিল ডিগ্রি দিল রাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
৩১ জনকে পিএইচডি-এমফিল ডিগ্রি দিল রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): ২২ গবেষককে পিএইচডি ও নয়জন গবেষককে এমফিল ডিগ্রি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।  

২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের ২৬১তম সভার সুপারিশসূত্রে রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫২৫তম সভার দুই নম্বর সিদ্ধান্তে এই ডিগ্রি প্রদান অনুমোদিত হয়।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সিন্ডিকেটের এ সভায় সভাপতিত্ব করেন।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকরা হলেন, মোস্তাফিজুর রহমান (উদ্ভিদবিজ্ঞান), তামান্না নাসরিন (প্রাণিবিদ্যা), ফারুকুর রহমান ফয়সল (গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ), জেসমিন আরা (ফিশারিজ বিভাগ), এসএম ফরিদুল ইসলাম ও নজরুল ইসলাম (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ), হাবিবুর রহমান, ফারজানা নাসরিন, মাইন উদ্দীন আহম্মেদ, সঞ্জয় বল, আব্দুর কুদ্দুস, জিয়াউর রহমান (ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ), আশরাফুল আলম ও সাজ্জাদ হোসেন (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), শমরিতা আলম (অর্থনীতি বিভাগ), নূর-এ-আলম সিদ্দিকী (এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনসন), আব্দুল মালেক (গণিত বিভাগ), নিশাত ফাতেমা (পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট), মৌসুমী আখতার (ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ), কাজী শুসমিন আফসানা (নাট্যকলা বিভাগ), আহমাদুল্লাহ (ইসলামিক স্টাডিজ বিভাগ) ও সাদ্দাম হুসাইন (বাংলা বিভাগ)।

এমফিল ডিগ্রিপ্রাপ্ত গবেষকরা হলেন, ফজলুল কবীর ভুইয়া (ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস), ফারজানা খানম ক্যামেলিয়া (রসায়ন বিভাগ), ফারহানা আলম, জহুরুল ইসলাম সরকার, গাজী মাহমুদ হাসান (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), মামুনূর রশীদ সরকার (উদ্ভিদবিজ্ঞান বিভাগ), সোহেল রানা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), আল আমিন মোল্লা (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ) ও মনিরুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট)।

রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, ৩১ জনকে পিএইচডি ও এমফিল ডিগ্রি দেওয়ার পর উপাচার্য এসব ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানান।  

ডিগ্রিপ্রাপ্ত গবেষকরা তাদের মেধা ও অভিজ্ঞতা দিয়ে দেশ ও জাতিকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ