ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নতুন শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
নতুন শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ঢাকা: চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মধ্যে নতুন শিক্ষাক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।

 

ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চলতি শিক্ষাবর্ষে চালু হলেও আগামী কয়েক বছরে মাধ্যমিকের সব শ্রেণিতে তা চালু হবে। নতুন শিক্ষাক্রমে হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।  

তবে অভিভাবকরা বলছেন, পরীক্ষা তুলে দিয়ে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পদ্ধতি তুলে দিয়ে সনাতন ব্যবস্থায় ফেরার দাবি জানিয়েছেন তারা।
 
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।