ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি): বিএনপির অবরোধের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফটকে তালা দিতে এসে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইমাম আল নাসের ও আন্তর্জাতিক সম্পাদক জসিম খান। ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা তাদের মারধর করে রক্তাক্ত করার পর থানায় দিয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের পর নাসের ও জসিমকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, ছাত্রদলের ওই দুই নেতাকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা শাহবাগ থানায় আটক রয়েছেন। তবে তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মারধরে অনুসারীদের জড়িত থাকার বিষয় স্বীকার করে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বাংলানিউজকে বলেন, গতকালকে ছাত্রদলের দুইজন কার্জন হল এলাকায় নাশকতা করতে আসে। শিক্ষার্থীরা তাদেরকে গণধোলাই দিয়ে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় দেয়। কেউ যদি নাশকতা করতে আসে, শিক্ষার্থীরা তাদেরকে কী করবে? যারা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বিঘ্ন করতে এসেছে তাদেরকে শিক্ষার্থীরা গণধোলাই দিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ত্যাগ শিকার করে রাজপথে থাকছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এমজে