ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
খুবির নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন।

 

এ বিদ্যুৎ উপকেন্দ্রটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নির্মিত।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিদ্যুৎ উপকেন্দ্রের নকশা প্রণয়নকারী ও স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

উদ্বোধনের আগে নবনির্মিত এ বিদ্যুৎ উপকেন্দ্রটি ঘুরে দেখেন উপাচার্য।  এ সময় বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) সেখ মো. সাইফুল আলম বাদশা, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আল মামুন জনি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।