ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৬৪ দল নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল আয়োজন করছে ছাত্রলীগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
৬৪ দল নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল আয়োজন করছে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৪টি দল নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।  

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

 

প্রতিযোগিতার প্রতিপাদ্য- মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবই, স্মার্ট বাংলাদেশ গড়বই।  

লিখিত বক্তব্যে সাদ্দাম জানান, আগামী ৪ মার্চ সকাল ৮টায় প্রতিযোগিতা শুরু হবে। ১০ মার্চ বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা নামবে।  

সবগুলো ম্যাচ রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে। প্রত্যেক দলে পাঁচজন করে খেলোয়াড় অংশ নেবেন। দুজন করে অতিরিক্ত খেলোয়াড় থাকবেন।  

মাদক, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে- এমন কয়েকটি সংগঠনকে টুর্নামেন্টে পুরস্কৃত করা হবে।  

লিখিত বক্তব্যে সাদ্দাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের চিন্তার উৎকর্ষ সাধন, নিজেদের মধ্যে সম্পর্ক ও সমঝোতা বাড়ানো, সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ তৈরি, মেধা ও মননের সংমিশ্রণ ঘটানোর উদ্দেশ্যেই এ আয়োজন। সর্বোপরি, স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্দেশ্য বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ক্রীড়াবিষয়ক সম্পাদক মেহেদি হাসান শান্ত, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।