ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এনটিআরসিএ'র নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এনটিআরসিএ'র নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় অবিলম্বে বাস্তবায়নের মাধ্যমে ২০১৮ সালের ১২ জুনের আগে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ এনটিআরসিএ এর নিবন্ধিত (১ম-১২তম) সনদধারীদের নিয়োগের দাবি জানিয়েছেন নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা। আগামী দুই সপ্তাহের মধ্যে এ এক দফা দাবি আদায় না হলে আগামী ৬ মার্চ গণভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে 'এনটিআরসিএ'র নিবন্ধিত (১ম-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদে'র ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এ হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে এনটিআরসিএ'র নিবন্ধিত (১ম-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদে'র আহ্বায়ক জি এম ইয়াছিন বলেন, আইন ও সুপ্রিস কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় অবিলম্বে বাস্তবায়নের মাধ্যমে ২০১৮ সালের ১২ জুনের আগে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ এনটিআরসিএ এর নিবন্ধিত (১ম-১২তম) সনদধারীদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের হারিয়ে যাওয়া স্বপ্নকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, আমরা এখন থেকে আগামী ২ সপ্তাহের মধ্যে আমাদের চাকরি দেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা না পেলে আগামী ৬ মার্চ সব প্রকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের আইনগত অধিকার হরণ এর বিষয়টি তুলে ধরতে গণভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। এ ক্ষেত্রে বিন্দু মাত্র পিছপা হবো না। আমাদের আজ থেকে দাবি একটাই সনদ থাকলেই তাকে চাকরি দিতে হবে। এর কোনো বিকল্প কথা আমরা মানতে নারাজ।

তিনি আরও বলেন, গত ২০২২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সরোজ কুমার আমাদের একটা নামের তালিকা গ্রহণ করেছিলেন। যদি আইনে নিয়োগের ক্ষেত্রে বাধা থাকতো তাহলে কেনইবা সেদিন মন্ত্রণালয়ের একজন দায়িত্ববান ব্যক্তি আমাদের নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনদধারীদের নামের তালিকা জমা নিলেন। কাজেই জীবন নিয়ে ছিনিমিনি খেলা বাদ দিন, প্রজাতন্ত্রের স্থায়ী সেবক হিসেবে কাজ করুন।

এ সময় মানববন্ধনে এনটিআরসিএ এর নিবন্ধিত (১ম-১২তম) সনদধারীদের প্রায় অর্ধশতাধিক নিয়োগ প্রত্যাশী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।