ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

শিক্ষা

জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলা করতে হবে: ভিসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলা করতে হবে: ভিসি

সিলেট: নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলার আহ্বান জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর (ভিসি) ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।  

তিনি বলেন, সিলেট তথা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে সিকৃবির গবেষকদের।

 

রোববার (৩ মার্চ) সিকৃবির বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সিকৃবি রিসার্চ সিস্টেম (সাউরেস) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েসেন্স অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

সাউরেস এর সহযোগী পরিচালক  ড. মুহাম্মদ  মাহমুদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।  

সাউরেস পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডেয়রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ফেরদাউস মো. আলতাফ হোসেন।  

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  

প্রসঙ্গত, দিনব্যাপী কর্মশালায় তিনটি সেশনে চলতি অর্থবছরে সমাপ্ত ৭২টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।