ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পৃথক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
পৃথক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবি

২০১০ সালের জাতীয় শিক্ষানীতির আলোকে পৃথত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবি জানিয়েছেন মাধ্যমিকের শিক্ষক নেতারা।

রোববার (০৩ মার্চ) ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা অঞ্চল ও জেলা থেকে আগত শিক্ষক নেতারা এ দাবি জানান।

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বেলা ১২টায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মাধ্যমিক স্বাধীনতা শিক্ষক পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন জাতীয় কমিটির আহ্বায়ক মমতাজ খাতুন।

এ সময় শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও খুলনা অঞ্চল বাসমাশিসের সাবেক সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম মঞ্জু, আহ্বায়ক কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার কাদের, কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, খুলনা অঞ্চল বাসমাশিসের সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকার মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুন্নাহার, সরকারি মাধ্যমিক স্বাধীনতা শিক্ষক পরিষদের সহ-সভাপতি টুংগীপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শরীফ মোমরেজ আলী, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, শিক্ষক নেতা আহসান হাবিব খান, সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক মনজুরুল হক মানিক, বরিশাল থেকে আগত শিক্ষক নেতা রেজবি হোসেন খান, টাংগাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সম্পাদক হাসমত আলী, টঙ্গী মজিদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ৩৪ বিসিএস নন ক্যাডার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মাসুম লিয়েন, ৩৬ বিসিএস নন ক্যাডার শিক্ষক সমিতির নেতা সালাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ