ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা: ‘সি’ ইউনিটে উপস্থিতির হার ৮২.১১ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
রাবির ভর্তি পরীক্ষা: ‘সি’ ইউনিটে উপস্থিতির হার ৮২.১১ শতাংশ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগ অন্তর্গতসিইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার ( মার্চ) সকাল ৯টায় গ্রুপ- এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে চারটি গ্রুপের এই ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৪টায় শেষ হয়

পরীক্ষা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

এবারেসিইউনিটে মোট ৭৬ হাজার ৩৫৪ জন আবেদনকারীর মধ্যে চারটি গ্রুপের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিত ছিল ৮২ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে বুধবার ( মার্চ) মানবিক শাখার বিভিন্ন বিভাগ অন্তর্গতইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

সিইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ‘সিইউনিটের চারটি গ্রুপের মধ্যে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ- এর ভর্তি পরীক্ষায় ৮২.০৩ শতাংশ, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ- এর ভর্তি পরীক্ষায় ৮১ দশমিক ৯০ শতাংশ, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ- এর ভর্তি পরীক্ষায় ৮২ দশমিক শতাংশ এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ- এর ভর্তি পরীক্ষায় ৮২ দশমিক ৪৭ শতাংশ ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন আর ব্যাপক চাপ থাকলেও ভর্তি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি

ভর্তি পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় . কুদরাত--খুদা অ্যাকাডেমিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ভর্তি পরীক্ষার মোট আবেদন সংখ্যা এবং পরীক্ষার নিয়মাবলি সম্পর্কে সংবাদকর্মীদের অবহিত করেন এছাড়া সবার সহযোগিতায় বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন

সময় বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, ‘সিইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক নাসিমা আখতার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এদিকে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে বুধবার  মানবিক শাখার বিভিন্ন বিভাগ অন্তর্গতইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চারুটি গ্রুপে অনুষ্ঠিত হতে যাওয়াইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন মোট ৭৪ হাজার ৭৮৫ জন শিক্ষার্থী

এবারের ১শ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি-পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকছে প্রতিটি প্রশ্নের মান থাকবে দশমিক ২৫ আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ করে কাটা যাবে পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর থাকবে ৪০ ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিট মিলে বিশেষ কোটাসহ মোট আসন রয়েছে হাজার ৪৩৮টি

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।