ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নবীনদের বরণ করে নিলো ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব

যাকারিয়া ইবনে ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
নবীনদের বরণ করে নিলো ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব

ঢাকা: ঢাকা কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পাওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছে ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব।

সোমবার কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে শহীদ খুররম অডিটোরিয়ামে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‍অনুষ্ঠিত হয়েছে এ সংবর্ধনা।



অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ম্যাংগোলি ম্যাংগো জুস। মিডিয়া পার্টনার বাংলাদেশের সবচেয়ে বেশি পঠিত নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এবং সার্বিক সহযোগিতায় ছিল ডেল গ্রুপ।

ঢাকা কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনীর হাসান। বিশেষ অতিথি ছিলেন গ্লোব গ্রুপের মার্কেটিং হেড খায়রুল আনাম।

মনোজ্ঞ এ আয়োজনের শুরুতেই অতিথিদের মঞ্চে নিয়ে যান বিজ্ঞান ক্লাব ও অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নবীনদের। তাদের ওপর নেমে আসে অজস্র ফুলের বৃষ্টি। আনন্দ-উচ্ছ্বাস আর উল্লাসের মধ্য দিয়ে নবীনরা পা রাখেন ঐতিহ্যবাহী ঢাকা কলেজের চিরসবুজ ক্যাম্পাসে।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় বিজ্ঞানভিত্তিক ও শিক্ষণীয় কয়েকটি শর্টফিল্ম। সেই সঙ্গে মিডিয়া পার্টনার বাংলানিউজের বস্তুনিষ্ট প্রমো দেখানোর সময় হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে বাংলানিউজকে সাধুবাদ জানান ঢাকা কলেজের শিক্ষার্থী ও অতিথিরা।

অনুষ্ঠানের আলোচনা পর্বের আগে আর্জেন্টিনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক প্রাপ্ত ঢাকা কলেজের শিক্ষার্থী সৌরভ দাস ও নুর মোহাম্মদ শফিউল্লাহকে শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, সৌরভ দাস ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ এবং নুর মোহাম্মদ শফিউল্লাহ ১ম বর্ষের শিক্ষার্থী।
আলোচনা পর্বের শুরুতে অতিথিদের শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেন কলেজ অধ্যক্ষ ড. আয়েশা বেগম।

শুভেচ্ছা বক্তব্যে ম্যাংগোলি নবীন বরণ অনুষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ড. নজরুল ইসলাম অতীত ঐতিহ্য বজায় রেখে নবীন শিক্ষার্থীরা একদিন দেশবরেণ্য ব্যক্তি হয়ে উঠবেন বলে আশা করেন।

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক প্রাপ্ত সৌরভ দাস ও নুর মোহাম্মদ শফিউল্লাহ বলেন, ‘‘এখানে আমরা উচ্চমানের শিক্ষকদের কাছ থেকে শিক্ষাগ্রহণ করি। তারা এমনভাবে ক্লাসে পাঠদান করেন যে, আলাদা কোনো কোচিং বা প্রাইভেটের প্রয়োজন হয় না। তাদের সুশিক্ষাই আমাদের চলার পথের পাথেয়। ’’  

নবীনদের প্রতি তারা নিয়মিত ক্লাস করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানান।

গ্লোব সফট ড্রিংসের মার্কেটিং হেড খায়রুল আনাম বলেন, ঢাকা কলেজ শুধু পড়াশোনার জন্যই নয়, সারা বছরই সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্যও বিখ্যাত।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা কলেজের এ সুনাম ধরে রাখবেন নবীনরা।

তিনি বলেন, ঢাকা কলেজসহ সকল ধরণের শুভ কাজে গ্লোবগ্রুপ পাশে থাকবে।

এরপরই করতালির মধ্য দিয়ে মঞ্চে আসেন মুনীর হাসান। দিক-নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, যুগে যুগে ঢাকা কলেজ হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, আখতারুজ্জামান ইলিয়াসসহ অসংখ্য কিংবদন্তির জন্ম দিয়েছে। তিনি সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘আমাদের যে জনশক্তি আছে, সেটাকে যদি সঠিক ভাবে কাজে লাগাতে পারি, তাহলে সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ অন্যতম সমৃদ্ধশালী দেশে পরিনত হবে। ’’

তিনি বলেন, ‘‘তোমরা যে কাজই করো না কেন, সে কাজকে ভালোবেসে মনোযোগ দিয়ে করতে হবে। তবেই সফলতা আসবে। ’’

মুনীর হাসান নবীনদের দুটি কাজ দিয়ে যান। কাজ দু’টি হচ্ছে, ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা কলেজের এই নবীনদের নাম জিপিএ-৫ প্রাপ্তদের তালিকায় থাকা এবং প্রতি বছর আন্তর্জাতিক অলিম্পিয়াডের বাংলাদেশ টিমে ঢাকা কলেজের ছাত্রদের উপস্থিতি।

এছাড়াও তিনি বই পড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগম বলেন, ‘‘আমি এখানে আজ অসংখ্য হুমায়ূন আহমেদ, মুহ‍ম্মদ জাফর ইকবালকে দেখতে পাচ্ছি। আশা করি, তোমরা তোমাদের অগ্রজদের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ’’

তিনি অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হওয়ার জন্য বাংলা নিউজকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘‘বিজ্ঞান সত্য, সুন্দর। আমি আশা করি, তোমরা সত্য-সুন্দরের পথে হাঁটবে। ’’

তিনি নবীনদের ঠিকমতো ক্লাস করার পরামর্শ দেন। তিনি কলেজের ফলাফল ভাল করার লক্ষ্যে মাসিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সিটি কলেজ বা অন্যান্য কলেজের সঙ্গে মারামারি না করার নির্দেশ দেন। তার বক্তব্যের শেষ দিকে সকল শিক্ষার্থী কলেজ অধ্যক্ষের সঙ্গে মাদক, সন্ত্রাস ও ইভ-টিজিং থেকে নিজেকে বিরত রাখার শপথ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজ্ঞান ক্লাবের ওপর ডকুমেন্টারি, ফান গেম শো, ৠাফেল ড্র, সেমিনার ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বাংলানিউজের পক্ষ থেকে সৌভাগ্যবান ১শ’ জনকে আধুনিক বিনোদন পার্ক নন্দনে প্রবেশসহ সকল রাইডের টিকিট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।