ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের নির্বাচনে অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও ড. আশরাফ-উল-আলম প্যানেল নিরঙ্কুস বিজয় অর্জন করেছে। মোট ১৫টি পদের মধ্যে ১৪টিতে এই প্যানেল জয়লাভ করেছে।
সোমবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রাত ৮ টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আহ্বায়ক পদে অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া মিয়া এবং সদস্য সচিব পদে পরিসংখ্যাণ বিভাগের চেয়ারম্যান আশরাফ-উল-আলম নির্বাচিত হয়েছেন।
কমিটিতে যুগ্ন আহ্বায়ক পদে কাজী মোঃ নাসির উদ্দিন, ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ, ড. হোসনে আরা বেগম এবং যুগ্ন সদস্য সচিব পদে এনামুল হক ভূইয়া, জিএম আল আমিন ও আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন
এ ছাড়া সদস্য পদে এই প্যানেল থেকে তাপস কুমার দাস, নাজমুন নাহার, মোঃ আব্দুর রউফ, মোঃ শাহীন মোল্লা, মোঃ ফরিদ হোসেন, মোঃ ময়েনুল হক নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে অধ্যাপক ড. সরকার আলী আক্কাস ও অধ্যাপক ড. মনিরজ্জামান প্যানেল থেকে মোঃ মহসীন রেজা শিক্ষক কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বাংলানিউজকে বলেন, একই আদর্শের শিক্ষকদের মধ্যেও গণতান্ত্রিক চর্চা ঠিক রাখতে এই নির্বাচন আয়োজন করা হয়। এতে ২৫০ ভোটের মধ্যে ২৪১টি ভোট পড়ে।
বাংলাদেশ সময় : ২২০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
এমএমএস/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com