ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শহীদ সুখরঞ্জন সমদ্দারের অন্তর্ধান দিবস পালন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
রাবিতে শহীদ সুখরঞ্জন সমদ্দারের অন্তর্ধান দিবস পালন 

রাজশাহী: আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তৎকালীন ভাষা বিভাগের শিক্ষক সুখরঞ্জন সমদ্দারের অন্তর্ধান দিবস। ১৯৭১ সালের এদিনে পাকিস্তানি সেনারা ক্যাম্পাসের বাসা থেকে সুখরঞ্জন সমদ্দারকে ধরে নিয়ে যাওয়া হয়।

আর এ দিনে রাবি ক্যাম্পাস সংলগ্ন কাজলা পুকুর পাড়ে তাকে গুলি করে হত্যা করা হয়।  

এই উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাবি গ্রন্থাগার চত্বরে শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করেন।  

সেখানে ১৯৭১ সালের ১৪ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত বর্তমান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শহীদ সুখরঞ্জন সমদ্দারের অন্তর্ধান ও পারিপার্শ্বিক ঘটনাবলি সম্পর্কে স্মৃতিচারণ করেন।

এ সময় অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম,  ছাত্র- উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

পরে সেখানে সংস্কৃত বিভাগসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪ 
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ