ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি অধ্যাপক এম মোফাজ্জল হোসেন

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি অধ্যাপক এম মোফাজ্জল হোসেন

ঢাকা: অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, এসএম আইইইই, সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) প্রো ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন।  

এসইইউর চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অধ্যাপক হোসেন দেশে ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩০ বছরেরও বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।  

এর আগে তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইইই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি এবং কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। যেখানে তিনি জেএএসএসও ফেলো ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।