ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

অসদুপায় অবলম্বনের দায়ে নাজিরপুরে ৮ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
অসদুপায় অবলম্বনের দায়ে নাজিরপুরে ৮ শিক্ষার্থী বহিষ্কার

পিরোজপুর: চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৭ জুলাই) বাংলাদেশ কারিগারি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা  চলাকালে নকলসহ সংশ্লিষ্ট কক্ষে মোবাইলফোন ও ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের কারণে তাদের বহিষ্কার করা হয়।

 

বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই জেলার নাজিরপুর ডিগ্রি কলেজের কারিগরি বিষয়ের পরীক্ষার্থী। তারা রোববার নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে সকালে অনুষ্ঠিত পরীক্ষা দিচ্ছিল। ওই কেন্দ্রের কেন্দ্র সচিব স্বপন কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।  

পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও নাজিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম জানান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহসহ পরিদর্শন টিমের হাতে পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীরা নকল করাসহ পরীক্ষার নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্ট কেন্দ্র সচিব অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ পাঠিয়েছেন। সেই মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাজিরপুর ইউএনও অরূপ রতন সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ