ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 

অনলাইন পাঠদানে দেশের অন্যতম প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  

শুক্রবার (২ আগস্ট) দিবাগত মধ্যরাত ১২টার পরে অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

তবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিও সচল থাকবে বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে বলা হয়েছে, টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

২০১৫ সালে অনলাইন শিক্ষাপ্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে টেন মিনিট স্কুল। প্রতিষ্ঠানটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাসভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতির নিয়মিত সহায়তা করে থাকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করে।

বর্তমানে টেন মিনিট স্কুলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কনটেন্ট থেকে প্রতি মাসে এক কোটির বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।