ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৪
রাবিতে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে রোববার

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে। ডিনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিক।

তিনি জানান, আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হবে। বিভাগগুলো চাইলে ক্লাস-পরীক্ষা শুরু করতে পারবে।

এর আগে গত ২৮ জুন ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় চালু হয়। তবে পেনশন নীতিমালা বাতিলের দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাবি ক্যাম্পাস। ওই সময় ক্যাম্পাস খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। উদ্ভূত পরিস্থিতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়। এরপর গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৯০ জন কর্মকর্তা পদত্যাগ করেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় আবারও অচলাবস্থার সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।