ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর ড. রাহাত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর ড. রাহাত ড. রাহাত হোসাইন ফয়সাল

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ড. রাহাত হোসাইন ফয়সাল। তিনি ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক।

এছাড়াও একই আদেশে ববির সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তারকে।

ববির এক অফিস আদেশে সোমবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি ধারা ৩৬ (২) এর ১৬ (১) অনুযায়ী শিক্ষকবৃন্দকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হলো। উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। তবে যদি তারা একাধিক দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।