রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সঙ্গে টিএমএসএস ক্যান্সার সেন্টার এক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এ সমঝোতাপত্রে স্বাক্ষর করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর ও তা বিনিময় করেন।
স্বাক্ষরিত সমঝোতাপত্রের আওতায় এখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ ও টিএমএসএস ক্যান্সার সেন্টার যৌথ গবেষণা, গবেষক বিনিময় ও পরস্পরের গবেষণাগার ব্যবহারের সুযোগ পাবে।
সমঝোতাপত্র স্বাক্ষরকালে অন্যদের মধ্যে রাবি পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মো. খলিুলর রহমান খান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর এফ নজরুল ইসলাম, প্রফেসর মো. ফজলুল হক, প্রফেসর মোহা. মনিরুল হক, সহযোগী অধ্যাপক মো. ইসমাইল হোসেন, টিএমএসএস ক্যান্সার সেন্টারের উপদেষ্টা প্রফেসর আমিনুল ইসলাম, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-২ ড. মতিউর রহমান, টিএমএসএস পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ লায়ন আয়শা বেগম, রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এসএস/জেএইচ