ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুয়েটের ভর্তি পরীক্ষা পহেলা ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১২

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী পহেলা ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ অক্টোবর থেকে অনলাইনে ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে। আবেদন করার শেষ তারিখ ২২ অক্টোবর। তবে যেসব শিক্ষার্থী আবেদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন তাদের আবেদনপত্র ২৩ তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক এসএম নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুয়েটের একাডেমিক কাউন্সিল সূত্র জানায়, এবছর আসন সংখ্যা বাড়ানো হয়নি। আগের বছরের মতই এক হাজার আসনের বিপরীতে পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারীদের এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ এবং এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজিতে জিপিএ-৫ করে পেতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১২
এমএন/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।