ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে স্পিকার্স ক্লাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
শাবিপ্রবিতে স্পিকার্স ক্লাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন সংগঠনটির নেতারা।

 

এর আগে গোল চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মো. জুলকার নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তীর্থ চন্দ্র দাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাজেদুল করিম, সংগঠনটির উপদেষ্টা ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসাইন, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবা রহমান।

এছাড়া সংগঠনটির তৃতীয় কার্যকরী কমিটির সভাপতি মো. হোসাইন, অষ্টম কমিটির সহ-সভাপতি ফারজানা, ১৬তম কমিটির সভাপতি আমানুর রহমান, সাধারণ সম্পাদক ওমর মেহরাবসহ সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।