ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘বিশেষ শিশুরা সমাজের অমূল্য রত্ন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
‘বিশেষ শিশুরা সমাজের অমূল্য রত্ন’ একটি শিশুর সঙ্গে কথা বলছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান।

বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহানের হৃদয়স্পর্শী এক স্বপ্নে গড়ে উঠেছে এ প্রতিষ্ঠান।  

তিনি বলেন, অটিজমে আক্রান্ত শিশুরা আমাদের সমাজের অমূল্য রত্ন।

এ শিশুরা সঠিক পরিচর্যা ও সহযোগিতা পেলে বিশ্ব আলোকিত করতে পারবে।  

এ বিশেষ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া এবং তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস জোগানোই আমাদের মূল লক্ষ্য। ’

তিনি আরও বলেন, ‘প্রতিটি প্রতিবন্ধী শিশুকে ভালোবাসা, যত্ন ও সুযোগ দিলে তারা জীবনের চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে এবং সমাজের সম্পদে পরিণত হতে পারে। ’ 

তিনি এ শিশুদের জন্য একজন অভিভাবকের মতো পাশে থাকতে চান। তাদের সুরক্ষা ও বিকাশে নিয়োজিত রাখতে চান নিজেকে।

এ স্বপ্ন বাস্তবে রূপ দিতে ২০১৭ সালের ১ মার্চ যাত্রা করে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। এখানে দরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশুরা একাডেমিক ও কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।  

ইয়াশা সোবহান এ ফাউন্ডেশনের মাধ্যমে বসুন্ধরা টিস্যুর প্রতিটি পণ্যের বিক্রয়লব্ধ অর্থ থেকে একটি নির্দিষ্ট অংশ অটিজম আক্রান্ত শিশুদের উন্নয়নে ব্যয় করার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর স্বপ্ন একটাই-প্রতিটি প্রতিবন্ধী শিশুকে সমাজের মূলধারায় এনে তাদের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করা।  

তিনি বিশ্বাস করেন, এ শিশুদের প্রতি যত্নশীল মনোভাব বদলে দিতে পারে পৃথিবী। ইয়াশা সোবহান জীবনের শেষ দিন পর্যন্ত এ লক্ষ্যেই কাজ করে যেতে চান।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।