শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের রিসার্চার অব দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চ্যুয়াল ক্লাস রুমে এ রিসার্চার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজা সেলিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অধ্যাপক ওয়াহিদুজ্জামানের হাতে রিসার্চার অব দ্য ইয়ার সার্টিফিকেট তুলে দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।
এ সময় অধ্যাপক ড. রেজা সেলিম বলেন, শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করে তাদের গবেষণার স্বীকৃতি দিতে প্রথমবারের মতো আমরা রিসার্চার অব দ্য ইয়ার যাত্রা শুরু করেছি। এবার পাঁচজন আবেদনকারীর মধ্যে অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। এতে তার স্কোর ছিল ২৬৭ দশমিক ০৮৭। গত তিন বছরের রিসার্চ পাবলিকেশন, রিসার্চ প্রেজেন্টেশন, সাইটেশন ও সুপারভিশনসহ কয়েকটি ক্রাইটেরিয়াতে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।
নিজের অনুভূতি জানিয়ে অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলেন, ‘অনেক যাচাই বাছাই করে কর্তৃপক্ষ আমাকে নির্বাচিত করেছে। এজন্য আমি আনন্দিত। এর আগে ২০১৮ সালে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাওয়ার পর গবেষণায় আমার অনুপ্রেরণা জাগে। সেখান থেকেই আমি গবেষণায় ভালো ফোকাস করি। বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারলে, সেটা আমার ভালো লাগে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এসআরএস