ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষা বুধবার সারা দেশে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের ১৫৫টি কেন্দ্রে ৩১৯টি অনার্স কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন মিলিয়ে সর্বমোট প্রায় ২ লাখ ২৫ হাজার জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তোফায়েল আহমদ চৌধুরী রাজধানীর ইডেন সরকারি কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ এবং শেখ বোরহানুদ্দীন কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এবং কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি সারা দেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী পরীক্ষাগুলো একই প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
এমএন/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর